নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
স্নান করতে নেমে পরিত্যক্ত খাদানের জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম প্রাণবল্লভ সিং মহাপাত্র (৭৩)। বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার কুটরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে তিনি গ্রামের পাশের একটি পরিত্যক্ত খাদানের জলে স্নান করতে নামেন। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় এবং খাদানের পাড়ে তার জামাকাপড় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। শুরু হয় খোঁজাখুঁজি।
অবশেষে সন্ধ্যার দিকে স্থানীয়রা জলে তার দেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে এটিকে অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।
Post Comment