নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বছরের পর বছর কাটলেও জলের ব্যবস্থা হয়নি পুরুলিয়া ১ নং ব্লকের অকড়বাইদ গ্রামে। একটি মাত্র নলকূপ থেকে ওঠে নোংরা জল। দূর জোড় খালের ধারে থাকা ছোট ছোট গর্ত চুঁইয়ে যে জল জমে তা সংগ্রহ করে দীর্ঘ কুড়ি বছর ধরে জল সংগ্রহ করতেন গ্রামের দক্ষিণ বহাল সহিস পাড়ার মানুষ। জলের সংকটের জন্য গ্রামে একের পর এক বিয়ের সম্বন্ধ ভাঙছে।

খবর সম্প্রচারের জেরে টনক নড়ল প্রশাসনের। জলের ট্যাঙ্ক পৌঁছাল এলাকায়। শুরু হল নলকূপ খননের কাজ। রবিবার নলকূপ বসানোর জন্য খনন কার্য শুরু হয়েছে অকড়বাইদ গ্রামের দক্ষিণ বহাল সহিস পাড়াতে।
গ্রামে পানীয় জলের তীব্র সঙ্কট খতিয়ে দেখতে এলো ব্লকের প্রতিনিধি দল। মানাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানও পরিদর্শনে আসেন। আপাতত জলের ট্যাঙ্ক পৌঁছানোয় স্বস্তিতে এলাকাবাসী। ব্লক সূত্রে জানা গেছে, যতদিন পর্যন্ত পানীয় জলের স্থায়ী ব্যবস্থা না হয়, জলের ট্যাঙ্ক পাঠানো হবে ওই এলাকায়।
Post Comment