insta logo
Loading ...
×

কৌরাং স্পঞ্জ আয়রন ঘিরে কলকাতায় বৈঠক

কৌরাং স্পঞ্জ আয়রন ঘিরে কলকাতায় বৈঠক

নিজস্ব সংবাদদাতা, আড়শা :

ধান নষ্ট, সব্জি চাষে ধস, গবাদিপশু থেকে মাছ— সবই দূষণের শিকার। অসুস্থ হচ্ছেন এলাকার মানুষও। আড়শার কৌরাং গ্রামে স্পঞ্জ আয়রন আরখানার দূষণ ঘিরে দীর্ঘদিন ধরে উত্তাল এলাকা। এবার এমন ভয়াবহ পরিস্থিতি ঘিরে বাসিন্দাদের প্রবল চাপে বৈঠক আয়োজন করতে বাধ্য হল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। মঙ্গলবার কলকাতার পরিবেশ ভবনে বৈঠকে বসে পুয়াড়া অঞ্চল দূষণ বিরোধী নাগরিক কমিটি ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

তবে বিতর্ক এখানেই। অভিযোগ, কৌরাং গ্রামের বিজয় স্পঞ্জ অ্যান্ড ইস্পাত প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ সুকৌশলে এড়িয়ে গেল বৈঠক। কমিটির অন্যতম আহ্বায়ক দিবাকর তাবেদার ও স্বদেশ প্রিয় মাহাত সরব হয়ে বলেন, “কারখানার মালিক মুখোমুখি বসতে ভয় পেয়েছেন। আমরা স্পষ্ট জানিয়েছি, দূষণ বন্ধ করতে হবে। না হলে কারখানা বন্ধ করে নতুন শিল্প গড়তে হবে।”

বৈঠকে দূষণ বিরোধী কমিটির দাবিগুলি স্পষ্ট:

১. বিগত ১৫ বছরে ধানচাষে ক্ষতির জন্য প্রায় দেড় কোটি টাকার ক্ষতিপূরণ।
২. দূষণে গবাদিপশু, মাছ, সব্জি চাষের ক্ষতির দায় নিতে হবে শিল্প কর্তৃপক্ষকে।
৩. শ্রমিকদের যথাযথ পিপিই সরবরাহ।
৪. ইএসআর ফান্ড যথাযথভাবে খরচ।

দিবাকরবাবুদের হুঁশিয়ারি, “আমাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের পথে নামব।”

যদিও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা কমিটির বক্তব্যের প্রতি সহমত পোষণ করেছেন বলে জানা গিয়েছে। এখন প্রশ্ন একটাই— দাবিদাওয়া মানতে কতটা রাজি হয় স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ?

Post Comment