insta logo
Loading ...
×

কোটশিলায় তৃণমূল শ্রমিক সংগঠনের মঞ্চে বিজেপি হঠানোর দাবি

কোটশিলায় তৃণমূল শ্রমিক সংগঠনের মঞ্চে বিজেপি হঠানোর দাবি

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

সেনা মোতায়েন করে কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়ার ঘটনার প্রতিবাদে শনিবার উত্তাল হলো কোটশিলা। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র উদ্যোগে এদিন কোটশিলা বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান তোলেন— “বিজেপি হঠাও, দেশ বাঁচাও”।

পরে কোটশিলা স্টেশন সংলগ্ন এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, বিরোধী আন্দোলন স্তব্ধ করতেই সেনা মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, এভাবে গণতন্ত্রকে স্তব্ধ করে রাখা যাবে না।
সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি-র পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার, ঝালদা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিংহ, ব্লক যুব সভাপতি দীনেশ কুমার মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। তাদের দাবি, বিজেপি সরকার সাধারণ মানুষের স্বার্থবিরোধী নীতি গ্রহণ করছে।
এই কর্মসূচির মাধ্যমে সংগঠন ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। উল্লেখযোগ্যভাবে, শুক্রবার একই ইস্যুতে কোটশিলা বাজারে পৃথক মিছিল করেছিল কোটশিলা ব্লক তৃণমূল কংগ্রেস।

Post Comment