insta logo
Loading ...
×

কর্মবিরতি শুরু, আবর্জনার পাহাড়ে পুরুলিয়া শহর, তুমুল বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

কর্মবিরতি শুরু, আবর্জনার পাহাড়ে পুরুলিয়া শহর, তুমুল বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

সুইটি চন্দ্র, পুরুলিয়া :

পুজোর মুখে অচল হয়ে গেল পুরুলিয়া পুরসভা। সোমবার ভোর থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন পৌরসভার প্রায় ১,৭০০ অস্থায়ী কর্মী। প্রথম দিনেই শহরের বিভিন্ন এলাকায় সাফাই না হওয়ায় রাস্তায় রাস্তায় জমতে শুরু করেছে আবর্জনার স্তূপ। বিশেষ করে শহরের গাড়িখানা, ট্যাক্সি স্ট্যান্ড, গোশালা, নডিহা, মধ্যবাজার, হাসপাতাল সংলগ্ন এলাকায় দুর্গন্ধে নাকাল বাসিন্দারা।

সোমবার সকালে পুরসভার সমস্ত বিভাগের অস্থায়ী কর্মীরা গাড়িখানার সাফাই বিভাগে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এরপর পুরসভা কার্যালয়ের সামনেও অবস্থান-বিক্ষোভ করেন।

অস্থায়ী কর্মী ইউনিয়নের নেতা সরজিৎ স্যামুয়েলের অভিযোগ, “১৬ মাসের বকেয়া বেতন ও বোনাস বৃদ্ধির দাবিতে বারবার পুর কর্তৃপক্ষকে জানালেও সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছি।”

সাফাই বিভাগের অস্থায়ী কর্মী বাসুদেব বাউরি বলেন, “এত কম টাকা আমাদের বেতন, মাত্র ১৬০০ টাকা বোনাস। কারও পরিবারে অসুখ বিসুখ হলে যে কী করবে কর্মীরা, ভাবতেই শিউরে উঠতে হয়। বারংবার পুরসভা শুধু আশ্বাস দেয়, সুরাহা করে না। বাধ্য হয়ে এই কর্ম বিরতি। “

সমস্যা পুরসভার অন্দরেও। তৃণমূল পরিচালিত পুর বোর্ডের মিটিং ডাকা হলেও তাতে গরহাজির থাকছেন শাসক দলের অধিকাংশ কাউন্সিলর।

এদিকে আবর্জনায় বিপাকে সাধারণ মানুষ। পুরুলিয়া সদর হাসপাতালের কাছে থাকা আবর্জনার স্তূপে রোগী ও রোগীর আত্মীয়দের প্রবল সমস্যায় পড়তে হচ্ছে।
আবর্জনার পাশাপাশি জল ও আলো পরিষেবা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। অস্থায়ী কর্মীদের ধর্মঘট চলতে থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই শহরের নিত্যদিনের জীবন কার্যত স্তব্ধ হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।

Post Comment