নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
টানা কয়েকদিন ধরে ছিটেফোঁটা বৃষ্টি হলেও শনিবার (৩০ আগস্ট) পুরুলিয়ায় কার্যত বৃষ্টি হয়নি বললেই চলে। জেলার গড় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মাত্র ১.২৫ মিলিমিটার। এর মধ্যে হাতোয়াড়ায় ৯ মিলিমিটার এবং মানবাজারে ৭.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি ১১টি স্টেশনে একফোঁটাও বৃষ্টি হয়নি।
তাপমাত্রা উর্দ্ধমুখী। এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি। দিনের বেলায় রোদ ও আর্দ্রতার দাপটে অস্বস্তি আরও বাড়িয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পুরুলিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দফতরের মতে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, কোটা হয়ে গোপালপুর থেকে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখনও বজায় রয়েছে। সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে।সপ্তাহের শুরুতে ফের নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত রয়েছে বঙ্গোপসাগরে। তার জেরে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল, বিশেষ করে পুরুলিয়াতেও বৃষ্টির দাপট বাড়তে পারে।
Post Comment