insta logo
Loading ...
×

এক পরিবারের তিন জনের রক্তদান, মিললো উপহার

এক পরিবারের তিন জনের রক্তদান, মিললো উপহার

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

রক্তদান শিবির অনুষ্ঠিত হল আড়শায়। রবিবার মহাকাল ট্যুর এন্ড ট্রাভেলস ও মানভূম প্রয়াসের উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয় কাঁটাডি শিক্ষাসত্র হাইস্কুলে। উদ্যোক্তারা জানান -এদিন ৩২জন রক্তদান করেছেন। রক্তদান শিবিরের শেষে সকলের হাতে তুলে দেওয়া হয় এক একটি চারাগাছ। রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন একই পরিবারের তিন জন সদস্য। পুয়াড়া গ্রামের প্রাথমিক শিক্ষক সুবর্ন কুইরী, তাঁর স্ত্রী রত্না মাঝি ও বৌদি মিতালী কুইরী। এই উদ্যোগের প্রশংসা করে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুরুলিয়া সদর হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এমন উদ্যোগে খুশি স্থানীয় মানুষও।

Post Comment