insta logo
Loading ...
×

ঋতুমতী কন্যা, কী করবেন?

ঋতুমতী কন্যা, কী করবেন?

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

বিশ্ব ঋতুকালীন স্বাস্থ্য দিবস উপলক্ষে বুধবার জয়পুর ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। জয়পুর ব্লক অফিসের সভা ঘরে এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বিদ্যালয়,কলেজের ছাত্রী এবং স্বনির্ভর মহিলা গোষ্ঠীর সদস্যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রতি বছর ২৮ মে বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব ঋতুকালীন স্বাস্থ্য দিবস’। এই দিবসটির মূল উদ্দেশ্য হলো ঋতুস্রাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এর সঙ্গে জড়িত কুসংস্কার ও সামাজিক সংকোচ বা ‘স্টিগমা’ দূর করা।

শিবিরে বক্তারা মাসিক স্বাস্থ্যকে একটি স্বাভাবিক জীবপ্রক্রিয়া হিসেবে মেনে নেওয়ার ওপর জোর দেন এবং এই সময়ে সঠিক স্বাস্থ্যবিধি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। ব্লকের সাতটি গ্রামপঞ্চায়েত এলাকাতেও পৃথক ভাবে আয়োজিত হয় অনুষ্ঠান। বিনামূল্যে বিতরণ করা হয় স্যানিটারি ন্যাপকিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের জয়েন্ট বিডিও শমীক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষিপদ গোপ সহ জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী অন্বেষা ক্লিনিকের কর্মীবৃন্দ।

Post Comment