নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
আবারও দুর্ঘটনা ঘটল বলরামপুর শহরের অদূরে ১৮ নম্বর জাতীয় সড়কে। মঙ্গলবার সন্ধ্যা প্রায় আটটা নাগাদ পুরুলিয়া অভিমুখ থেকে আসা একটি চারচাকা গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন বাইক আরোহী এক যুবক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও বলরামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত যুবককে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তরিত করা হয় দেবেন মাহাতো পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জখম যুবকের নাম নির্মল রাজোয়াড়। বয়স আনুমানিক ৩০। তিনি বলরামপুর থানার তিলাই গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পরপরই ওই চারচাকা গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। যদিও বলরামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে পরে গাড়িটিকে আটক করেছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Post Comment