নিজস্ব প্রতিনিধি, আদ্রা:
আগাম কোনও নোটিশ ছাড়াই হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো আদ্রা রেল শহরের একটি গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং। এর ফলে যাতায়াতে চরম সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শুক্রবার সকালে। অসন্তুষ্ট এলাকাবাসীরা রেল লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের পাশে এসে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নেতারাও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদ্রা শহরে পাশাপাশি চারটি রেললাইন রয়েছে। বহুদিন ধরেই একটি লেভেল ক্রসিং-এর মাধ্যমেই যাতায়াত চালিয়ে আসছিলেন সাধারণ মানুষ। যদিও ওই লেভেল ক্রসিং-এর অদূরেই একটি ওভারব্রিজ নির্মীয়মান, তা এখনও সম্পূর্ণ হয়নি। এর মাঝেই আচমকাই লেভেল ক্রসিংটি বন্ধ করে দেওয়ায় সমস্যার সম্মুখীন হন এলাকাবাসী। বিকল্প পথ ধরে কয়েক কিমি ঘুরে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তাঁরা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্কুলপড়ুয়া ও অফিসযাত্রীরা।
স্থানীয় বাসিন্দা সরিতা শর্মা বলেন, “আমাদের কারও সঙ্গে কোনও রকম আলোচনা না করেই লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিন ঘুরপথে স্কুলে যাওয়া সম্ভব নয়। যতদিন না ওভারব্রিজের কাজ শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত এখানে রেল সুরক্ষা বাহিনী মোতায়েন করে মানুষের যাতায়াতের ব্যবস্থা রাখতে হবে।”
আইএনটিটিইউসি-র রঘুনাথপুর ১ নম্বর ব্লকের সভাপতি তুফান রায় জানান, “এভাবে জনসাধারণের ভোগান্তি তৈরি করে রেল কর্তৃপক্ষ দায়িত্ব এড়াতে পারে না। যতদিন পর্যন্ত ওভারব্রিজ সম্পূর্ণ না হচ্ছে, ততদিন লেভেল ক্রসিং চালু রাখতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।”
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। রেল পুলিশের আধিকারিকরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন এবং পরিস্থিতি শান্ত রাখার অনুরোধ জানান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Post Comment