insta logo
Loading ...
×

আদিবাসীরা ঘেরাও করল এসডিও অফিস

আদিবাসীরা ঘেরাও করল এসডিও অফিস

অমরেশ দত্ত, মানবাজার:

‘ধামসা মাদল নয়, শিক্ষা চাই ‘, এই স্লোগানকে সামনে রেখে পুরুলিয়ার বান্দোয়ানের পুনস্যা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে পঠন পাঠন শুরু করার দাবিতে শুক্রবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার ডাকে আদিবাসীরা ঘেরাও করল মানবাজার এসডিও অফিস। এদিন মানবাজার মহকুমা শাসকের সঙ্গে দীর্ঘক্ষণ চলে আলোচনা। সভাতে উপস্থিত ছিলেন বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকও। এবিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক পার্সাল কিস্কু বলেন, ২০২০ তে শুরু হওয়ার কথা ছিল বান্দোয়ানের পুনস্যা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে পঠন পাঠন। আগামী শিক্ষাবর্ষেও শুরু হবে না বলে জানতে পারলাম৷ পরের শিক্ষাবর্ষে শুরু করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মহকুমা শাসক ।”

Post Comment