নিজস্ব প্রতিনিধি , আড়শা:
আড়শার যুবক বিষ্ণু কুমারের মৃত্যুর প্রতিবাদে বুধবার স্বতঃস্ফূর্ত বন্ধে উত্তাল হয়ে উঠল এলাকা। পুলিশের বিরুদ্ধে ওই যুবককে নির্মম মারধরের অভিযোগ তুলে বন্ধ ডাকে স্থানীয় বাসিন্দাদের একাংশ। বন্ধে হাটতলা মোড়ে অবরোধ, বিক্ষোভের পালটা লাঠিচার্জ ও গ্রেফতারে উত্তেজনা ছড়ায়।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এআইডিওয়াইও-র পুরুলিয়া জেলা কমিটি। সম্পাদক স্বদেশপ্রিয় মাহাত এক বিবৃতিতে বলেন, “১৬ জুলাই বিষ্ণু কুমারকে মোবাইল চুরির অভিযোগে থানায় ডেকে নিয়ে গিয়ে পুলিশ নির্মমভাবে মারধর করে। এরপর থেকেই বিষ্ণু অসুস্থ হয়ে পড়ে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। ১৯ জুলাই তাঁর মৃত্যু হয়।” তিনি আরও বলেন, “ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি উঠলেও এখনও কোনও পদক্ষেপ হয়নি। বরং আজ যখন মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে, তখন পুলিশ আবার হিংস্র হয়ে উঠেছে।”
এআইডিওয়াইও দাবি করেছে, পুলিশের এই লাঠিচার্জ আসলে ঘটনার মূল সত্যকে আড়াল করার অপচেষ্টা। সংগঠনের দাবি, “যেখানে পুলিশ নিজেই অভিযুক্ত, সেখানে তাদের দ্বারা আন্দোলন দমন সম্পূর্ণ অগণতান্ত্রিক।” সংগঠনের পক্ষ থেকে মৃতের পুনর্ময়নাতদন্ত, দোষীদের গ্রেফতার এবং গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।











Post Comment