insta logo
Loading ...
×

আড়শায় বজ্রাঘাতে আহত গৃহবধূ

আড়শায় বজ্রাঘাতে আহত গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

আকাশে ঘন কালো মেঘের আনাগোনা থাকলেও এমন দুর্ঘটনার আশঙ্কা করেননি কেউ। রবিবার সন্ধ্যায় বজ্রাঘাতে গুরুতর আহত হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার আড়শা থানার অন্তর্গত উপরজাড়ির বাগানডি গ্রামে।

জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম কবিতা মাহাতো (৪০)। স্বামী দীপঙ্কর মাহাতোর সঙ্গে তিনি বাগানডি গ্রামে বসবাস করেন। এদিন সন্ধ্যা ছ’টা নাগাদ আচমকা মেঘ গর্জনের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বজ্রপাত হয়। সেই সময় বাইরে বেরোতেই বজ্রাঘাতে আহত হন কবিতাদেবী। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার জেরে পুরুলিয়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Post Comment