insta logo
Loading ...
×

আড়শায় বজ্রপাতে জখম মহিলা

আড়শায় বজ্রপাতে জখম মহিলা

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

মাঠে কাজ করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে জখম হলেন এক মহিলা। আহত মহিলার নাম বাসন্তী গরাই(৩৮)। বাড়ি আড়শা থানার ভুরসা গ্রামে।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই মহিলা জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হয়। দ্রুত পরিবারের লোকজন তাকে পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।

Post Comment