নিজস্ব প্রতিনিধি, আড়শা:
পুলিশ দিবসে সচেতনতার বার্তা ফুটে উঠল কচিকাঁচাদের তুলি আর রঙে। সোমবার আড়শা থানার উদ্যোগে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার বহু শিশু।
কোনও ছবিতে ফুটে উঠল দ্রুত গতির গাড়ি চালানোর ভয়াবহতা, কোথাও হেলমেট না পরলে কী হতে পারে সেই বার্তা। ছোটরা লিখে দিল— ‘গাড়ি চাপলেই হেলমেট পরুন, নিজের জীবন রক্ষা করুন’, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’। আবার কারও ছবিতে ধরা পড়ল পাহাড়, বন আর মাঠের রূপকথার মতো সৌন্দর্য।
শিশুদের সৃজনশীলতা দেখে খুশি হন আড়শা থানার পুলিশ আধিকারিকেরা। শুধু আঁকাতেই থেমে থাকেনি কর্মসূচি। এদিন আড়শা বাজারে পথ নিরাপত্তা নিয়ে পদযাত্রা হয় পুলিশের উদ্যোগে। পরে থানা চত্বরে আয়োজিত হয় পরিচ্ছন্নতা অভিযানও।
Post Comment