insta logo
Loading ...
×

অযোধ্যা পাহাড়ে ফের বুনো হাতির তাণ্ডব, আতঙ্কে গৃহবন্দি হেঁসাডি-বাঁধডি

অযোধ্যা পাহাড়ে ফের বুনো হাতির তাণ্ডব, আতঙ্কে গৃহবন্দি হেঁসাডি-বাঁধডি

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:


বহু দিন বিরতি থাকার পর পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন হেঁসাডি, বাঁধডি-সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে ফের তাণ্ডব চালাচ্ছে বুনো হাতির দল। রাতের অন্ধকারে ধানখেত, সবজির বাগান, আম-কাঁঠালের গাছ তছনছ করে দিনের আলো ফোটার আগেই ঢুকে পড়ছে জঙ্গলে। দিনের বেলায় জঙ্গল সংলগ্ন এলাকায় যেতেই গ্রামবাসীদের তাড়া করছে হাতির দল। আতঙ্কে কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ওই এলাকার বহু মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে ১০-১২টি বুনো হাতির একটি দল দুটি হস্তিশাবক সহ হেঁসাডির জঙ্গলে প্রবেশ করে। এরপর থেকেই তারা লাগাতার আশপাশের গ্রামগুলিতে হানা দিতে শুরু করে। বিঘার পর বিঘা জমির ফসল মাড়িয়ে দেওয়ার পাশাপাশি, আম ও কাঁঠালের গাছও ভেঙে দিয়েছে।

কালোসোনা সিং মুড়া জানান, “তিন দিন ধরে হাতিরা ঘোরাঘুরি করছে। রাতে ঘুমাতে পারছি না। বাচ্চাদের নিয়েও ভয় পাচ্ছি। “
এলাকাবাসীদের অভিযোগ, তিনদিন ধরে হাতির দল লোকালয়ে দাপিয়ে বেড়ালেও বনদপ্তরের তরফে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। তারা দ্রুত হাতি তাড়ানো এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তবে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বনকর্মী ও হুলা পার্টিকে। হাতির গতিবিধির উপর কড়া নজর রাখছে বনবিভাগ। পাশাপাশি, মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। যাতে কেউ জঙ্গলে না যায়।


পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ জানান, “হাতির চলাচলের উপর নজর রাখা হচ্ছে। এলাকায় সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। হেঁসাডি, বাঁধডি এলাকায় যে সব জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। তা চিহ্নিত করে ক্ষতিপূরণ দেওয়া হবে। হাতিগুলি মূলত ঝাড়খণ্ড থেকে এসেছে। ওরা মাঝে মাঝে ফিরে যায় আবার ফিরে আসে।” হাতিগুলিকে বৃহস্পতিবার সকালে পুরুলিয়া বন বিভাগের আড়শা রেঞ্জের অযোধ্যা পাহাড়ের বামনি জঙ্গলে দেখা যায় বলেও জানান তিনি।

প্রতিদিনের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এই অঞ্চলের মানুষজনের কাছে। রাত জাগা পাহারার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রশাসনের কাছ থেকে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Post Comment